কানাইঘাট নিউজ ডেস্ক:
'নিরাপদ চিকিৎসা চাই কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা শনিবার মুলাগুল উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের হলরুমে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন 'নিরাপদ চিকিৎসা চাই' কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মোসলিম উদ্দিন মিলন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব, সহকারী শিক্ষক মিছবাহ উদ্দিন চৌধুরী, 'নিরাপদ চিকিৎসা চাই'কানাইঘাট শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদ আহমদ, অর্থ সম্পাদক খাইরুল ইসলাম হ্নদয়, সহ প্রচার সম্পাদক মোঃ আবুল হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন দেশে চিকিৎসার নামে বাণিজ্য হচ্ছে, অসহায় দরিদ্ররা সু-চিকিৎসা থেকে বঞ্চিত, অপ্রয়োজনে টেস্ট ও অপ্রয়োজনে সিজার বন্ধ করা, ঔষধের প্রতিটি পাতায় মূল্য নির্ধারণ করা এখন সময়ের দাবি।
সাধারণ মানুষের মৌলিক অধিকার নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ায় নিচিচার চেয়ারম্যান যুবরাজ খানের সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান বক্তারা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়