Monday, November 4

আওয়ামী লীগের গঠনতন্ত্র উপ-কমিটির সভা বিকেল চারটায়

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির গঠনতন্ত্র উপ-কমিটির সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে (নতুন ভবন-দ্বিতীয় তলা) এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
গঠনতন্ত্র উপ-কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আফজাল হোসেন সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়