Tuesday, November 5

কানাইঘাটে কাপড়ের ব্যাগ থেকে জীবিত নবজাতক উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট   দিঘীরপার   ইউনিয়নের  কটালপুর   গ্রামে    মঙ্গলবার  সকালে কুঁড়িয়ে পাওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে কটালপুর গ্রামের ছোট ব্রীজের পাশে একটি কাপড়ের ব্যাগের মধ্যে থাকা  সদ্য ভূমিষ্ট  এক নবজাতকের কান্নার শব্দ  পেয়ে কটালপুর গ্রামের শরীফ উদ্দিনের স্ত্রী খালেদা বেগম নবজাতক সন্তানটিকে ক্রন্দনরত অবস্থায় ব্যাগের ভিতর থেকে উদ্ধার করেন।

রবর্তীতে আশপাশের লোকজন কে বিষয়টি অবহিত করে তার বাড়িতে নিয়ে যান।
এদিকে এক নবজাতককে কুড়িয়ে পাওয়া গেছে এমন সংবাদ পেয়ে খালেদা বেগমের বাড়িতে এলাকার উৎসুক নারী-পুরুষ ভিড় জমান। খালেদা বেগম নবজাতককে সুস্থ্য রাখতে তার সেবা যত্ন করেন।

এক পর্যায়ে পাশের নয়াগ্রামের সৌদি প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী সাজনা বেগম সেখানে উপস্থিত  হয়ে   কুড়িয়ে  পাওয়া  ফুটফুটে  এ  নবজাতক  কন্যা  সন্তান  কে  সকলের উপস্থিতিতে লালন পালনের জন্য তার জিম্মায় নিয়ে যান।

বাচ্চাটিকে গ্রহণ করার পর   সাজনা   বেগম   পাশ্ববর্তী  ইউনিয়ন   স্বাস্থ্য   কেন্দ্রে   নিয়ে   গিয়ে চিকিৎসা   করান। 

শেষ   খবর   পাওয়া   পর্যন্ত  বাচ্চাটি   সুস্থ্য   রয়েছে   বলে  জানা গেছে। 

সাজনা   বেগম   এক   প্রতিক্রিয়ায়   জানান,   নিস্পাপ   বাচ্চাটির   কোন অভিবাবক না পেলে আমি তাকে আমার নিজ সন্তানের মতো লালন পালন করে মানুষ হিসাবে গড়ে তুলব। নবজাতক উদ্ধারের ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

কানাইঘাট নিউজ ডটকম/০৫ নভেম্বর ২০১৯


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়