নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সড়কের পাশে এক সৌদি প্রবাসীর খরিদা সূত্রে দখলকৃত ভূমি আদালতে নির্দেশনা অমান্য করে জবর দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
আদালত কর্তৃক প্রবাসীর জায়গার উপর স্থিতাবস্থা থাকা অবস্থায় পাত্রমাটি গ্রামের নুরুল হকের ছেলে আলমাছ উদ্দিন পাকা ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে বলে কানাইঘাট সদর ইউপির বীরদল ছোটফৌদ গ্রামের সৌদি প্রবাসী আব্দুস শুকুর জানিয়েছেন।
অভিযোগে জানা যায়, প্রবাসী আব্দুস শুকুর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পূর্ব পাশে জমি দলিল মূলে ক্রয় করেন। জমির যাবতীয় কাগজপত্র দখলদার থাকা অবস্থায় প্রবাসী আব্দুস শুকুরের প্রায় সাড়ে ৪ শতক জমি জোরপূর্বক ভাবে জবর দখল করে প্রবাসী আলমাছ উদ্দিন আব্দুশ শুকুরের সাড়ে ৪শতক জমি দখল করে অনুমান ৩ মাস পূবে সেখানে বড় ধরনের পাকা ভবনের কাজ শুরু করেন।
প্রবাসী আব্দুস শুকুর তার জমি দখল করে আলমাছ উদ্দিন কর্তৃক ভবন নির্মাণের সংবাদ পেয়ে সৌদি থেকে দেশে ছুটিতে এসে তার জমির উপর পাকা ভবনের কাজ বন্ধ করার জন্য আলমাছ উদ্দিনকে স্থানীয় মুরব্বীদের নিয়ে অনুরোধ জানানোর পরও সে কাজ বন্ধ না করায় গত ৪/১১/১৯ইং তারিখে সিলেটের সহকারী জজ কানাইঘাট আদালতে আলমাছ উদ্দিনের বিরুদ্ধে মামলা নং- ৬৩/১৯ দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রবাসী আব্দুস শুকুরের খরিদা ভূমির উপর সব-ধরনের স্থাপনা নির্মাণ বন্ধ করার জন্য ১১/১১/১৯ইং তারিখে জায়গার উপর স্থিতাবস্থা জারি করেন। কিন্তু আলমাছ উদ্দিন আদালত ও স্থানীয় সালিশ বিচার অমান্য করে অনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের সাড়ে ৪ শতক জমির উপর আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবনের কাজ চালিয়ে যাচ্ছে বলে আব্দুস শুকুর জানিয়েছেন। তিনি এ ব্যাপারে আলমাছ উদ্দিনের বিরুদ্ধে আদালতের নির্দেশনা অমান্য করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ তার জায়গা ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়