কানাইঘাট নিউজ ডেস্ক:
শুরুতেই শুভকামনা জানাচ্ছি কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক পদ প্রত্যাশী সকলকে। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কাউন্সিলার ও আওয়ামী পরিবারের সকল শুভাকাঙ্ক্ষী ও সমর্থক গোষ্ঠীকে!
দল শুদ্ধি অভিযানকে কেন্দ্র করে সারা দেশে চলছে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন উৎসব!
তারই ধারাবাহিকতায় আসন্ন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন!এই সম্মেলনকে সামনে রেখে নিজের রাজনৈতিক জীবনের পরিচয় দিবো না।এটুকুই বলবো ৭০'র থেকে শুরু করে আজ ২০১৯ সাল পর্যন্ত ছাত্ররাজনীতি থেকে আওয়ামী লীগ,দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সাথে ছিলাম!দীর্ঘ রাজনৈতিক জীবনের যতটুকু সফলতা আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর জন্য উৎসর্গ করলাম,যতটুকু ব্যর্থতা নিজের কাঁধে তুলে নিলাম!
আসন্ন সম্মেলনে আমি প্রার্থীতা করছি না তবে সকল কাউন্সিলারদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, সেই নেতাকে নির্বাচিত করুন যার সামাজিক,পারিবারিক এবং রাজনৈতিক অবস্থান শুরু থেকেই আওয়ামী লীগের,এমন নেতা নির্বাচিত করুন যাকে দুঃসময়ে ডাকার আগে পাওয়া যায়। আমি আশাবাদী আপনারা শেখ হাসিনার দল শুদ্ধি অভিযানের মূল লক্ষ্যের দিকে তাকিয়েই নেতা নির্বাচিত করবেন।দল শুদ্ধি অভিযানের স্বার্থকতা কানাইঘাট থেকে শুরু হবে ইনশাআল্লাহ।( বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়