বাংলাদেশ আওয়ামী জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটি তে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কানাইঘাট এর দুই কৃতি সন্তান।
কানাইঘাট থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কানাইঘাট শাখার সভাপতি এনামুল হক এনাম ও মদন মোহন কলেজের সাবেক ছাত্রনেতা,সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য,সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কানাইঘাট শাখার সহ- সভাপতি তাজ উদ্দিন খান আলম।
গত ৬ অক্টোবর মহানগর শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের সুপারিশের প্রেক্ষিতে কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এ কমিটি অনুমোদন দেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২২ জুলাইয় সিলেট মহানগর শ্রমিক লীগের সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে এম. শাহরিয়ার কবির সেলিম এবং সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন নির্বাচিত হন।
এদিকে,শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখায় এনামুল হক এনাম ও তাজ উদ্দিন খান আলম শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়