নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সড়কের বাজারে ভারতীয় গরু কেনা বেচা বন্ধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) দিন ভর সড়কের বাজারসহ আশপাশ এলাকায় থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমের নির্দেশে একদল পুলিশ রাস্তার আশেপাশে অবস্থিত গরুর গড় উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এদিকে এখন থেকে সড়কের বাজারে নির্দিষ্ট হাটের দিন বৈধ উপায় ব্যতীত কোন গরু-মহিষ কেউ বিক্রি করতে পারবে না বলেও জানিয়েছে পুলিশ।
অবৈধ ভাবে গড়ে ওঠা গরু গড় উচ্ছেদসহ গরু বেচা-কেনা কে কেন্দ্র গড়ে ওঠা রাস্তায় যত্রতত্র ট্রাক পার্কিং বন্ধেও অভিযান করে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানিয়েছেন, ভারত থেকে অবৈধ পথে গরু আসা বন্ধ করতে হলে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীকে একমত হতে হবে। তাহলে সীমান্ত দিয়ে কেউ গরু নিয়ে আসতে পারবে না। পুলিশ উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি অল্প সংখ্যক ফোর্স নিয়ে ভারতীয় গরু আটক অভিযান সব সময় অব্যাহত রেখেছে। বর্তমানে থানায় ৩২টি ভারতীয় গরু আটক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
জানা যায়, সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী কিছু এলাকা দিয়ে বিচ্ছিন্ন ভাবে ভারত থেকে করিডোর ছাড়া গরু-মহিষ বাংলাদেশে আসছে। মূলত সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে অবৈধ ভাবে নিয়া আসা গরু-মহিষ আটক এবং এব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণে বিজিবি’র মূল দায়িত্ব। কিন্তু নানা কারণে এসব চোরাচালান রোধ করা সম্ভব হচ্ছে না। তবে বিজিবির কর্মকর্তারা বারবার জানিয়ে আসছেন তারা ভারতীয় গরু আটক করে থাকেন।
কানাইঘাট নিউজ ডটকম/০৩ নভেম্বর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়