Tuesday, November 12

কানাইঘাট সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি ও পুলিশকে সক্রিয় হওয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাট উপজেলার আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান এ সভায় সভাপতিত্ব করেন।  সভায়  উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সীমান্ত এলাকায়   চোরাচালান বন্ধ, নারী ও শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, ছোটখাটো অপরাধ প্রতিরোধে গ্রাম আদালতকে শক্তিশালী করার উপর গুরুত্ব দেয়া হয়।   এছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ হাট বাজারে যানজট নিরসন, জঙ্গি তৎপরতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব   ছড়ানো প্রতিরোধ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাসহ লোভাছড়া পাথর কোয়ারি থেকে অবৈধ পাথর উত্তোলনের   তৎপরতা   বন্ধসহ  বিভিন্ন   বিষয়ের   উপর   আলোচনা   করা   হয়।

নির্বাহী   কর্মকর্তা বারিউল করিম খান বলেন আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক  মহলসহ   সবাইকে   একসাথে কাজ করতে হবে।  সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি ও থানা পুলিশকে আরো সক্রিয়   হওয়ার   উপর   গুরুত্ব   দেন   তিনি। 

সভায়   থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, থানা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি ভালো রয়েছে। পুলিশের সব ধরনেরসেবা   কার্যক্রম   গতিশীল   করা   হয়েছে।  

সভায়   আইন-শৃংখলার   সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মতামত তোলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ,   লক্ষীপ্রসাদ   পশ্চিম   ইউপি   চেয়ারম্যান   জেমস   লিও   ফারগুশন   নানকা, সুরইঘাট   বিজিবি   ক্যাম্পের   হাবিলদার   আব্দুর   রহিম,   কানাইঘাট প্রেসক্লাবের সাধারন  সম্পাদক নিজাম  উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার   ডাঃ   আবুল   হারিছ,   পল্লীবিদ্যুৎ   জোনাল   অফিসের   ডিজিএম শাহিনরেজা   ফরাজী   প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়