এবার বিজ্ঞাপনে মডেল হয়েছেন সঙ্গীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। অনম বিশ্বাসের পরিচালনায় বাংলালিংকের নতুন প্যাকেজের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি।
গল্পনির্ভর এই বিজ্ঞাপনটিতে নন্দিতার বিপরীতে মডেল হিসেবে আছেন আসিফ। এর মধ্যে বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু হয়েছে বিজ্ঞাপনটির।
বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে নন্দিতা বলেন,
অনেকটা হঠাৎ করেই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা। গল্পটা এবং আমার চরিত্রটি
আমার কাছে খুব ভালো লেগেছে বিধায় কাজটি করেছি।
তাছাড়া নির্মাতার প্রতিও আমার আস্থা ছিলো
যে, একটি ভালো কাজ হবে। পুরো টিমের আন্তরিকতায় মুগ্ধ হয়েছি আমি। মূলত সবার
উৎসাহে বিজ্ঞাপনটিতে আমি বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে কাজ করেছি। আর প্রচারের পর
থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।অনেকেই হঠাৎ করে বিজ্ঞাপনে আমাকে মডেল হিসেবে দেখে প্রথমত বুঝতেও পারেনি এটা আমি। পরে আমার কাজের প্রশংসা করেছেন। আমার বাবা ভীষণ খুশি। আমি কাজটি করে তৃপ্ত।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়