Thursday, October 10

কলেজ হোস্টেলেও চলবে তল্লাশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শুধু বিশ্ববিদ্যালয়ের হল নয়, কলেজের হোস্টেলেও তল্লাশি অভিযান চালানো হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে স্বল্পতম সময়ে সঠিক, নিখুঁত এবং পূর্ণাঙ্গ চার্জশিট দিতে কাজ করছে পুলিশ, যাতে দ্রুততম সময়ে বিচার কাজ সম্পন্ন করা যায়। 
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, র‍্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিন্তা-ভাবনা করা উচিত বলেও পরামর্শ দেন তিনি।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়