Monday, October 14

চলতি মাসেই বিয়ে করছেন সাবিলা নূর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর চলতি মাসের শেষদিকে বিয়ে করবেন। পাত্র দীর্ঘদিনের প্রেমিক। তিনি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত। একটি নির্ভরযোগ্য সুত্রের মাধ্যমে বিষয়টি জানা গেছে।

জানা যায়, কয়েকজন নির্মাতা সাবিলা নূরের সঙ্গে এ মাসের মাঝামাঝি ও শেষদিকে নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু সাবিলা জানান, এ মাসের শেষে তিনি বিয়ে করবেন। আর এ জন্য অভিনয়ে সাময়িক বিরতি নেবেন।
সুত্রের মাধ্যমে আরো জানা যায়, বেশ কয়েক বছর ধরেই তারা প্রেম করছেন। মাঝে তাদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ পেলে সাবিলা জানান, কী যে বলেন! বন্ধুদের মধ্যে আমি সবার ছোট। আর জন্ম-মৃত্যু-বিয়ে এসব আল্লাহর ইচ্ছা। আমি এখনো জানি না। বিয়ে হলে হতে পারে, আবার না-ও হতে পারে। বিয়ে যদি হয়েই যায়, তাহলে সবাই দেখবেন।
তবে সাবিলা বিয়ে করবেন এ মাসের শেষদিকে এটা একাধিক সূত্র নিশ্চিত করেছে এবং তার বিয়ের খবর বেশ ক’জন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবও জানেন। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্ধু জানান, তারা এ মাসেই বিয়ে করছেন, এটা সত্যি এর বেশি কিছুই বলতে চাই না।
এদিকে, বিয়ের খবর প্রসঙ্গে সাবিলা নূরের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়