Thursday, October 10

আবরারের রুমমেট মিজান আটক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলে আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার রুমমেট মিজানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার শেরেবাংলা হলের ১০১১ নম্বর রুম থেকে তাকে আটক করা হয়। আটক মিজান বিশ্ববিদ্যালয়ের ওয়াটার রিসোর্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
ডিবি দক্ষিণ বিভাগের (লালবাগ জোন) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেলিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মিজানকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
এর আগে রাজধানীর সবুজবাগের এক আত্মীয়ের বাসা থেকে আবরার ফাহাদকে হত্যা মামলায় বুয়েটের অমিত সাহাকে আটক করা হয়। জানা গেছে, ফাহাদকে যে কক্ষে হত্যা করা হয় সেই ২০১১ কক্ষের বাসিন্দা অমিত।
গত রোববার রাতে আবরার ফাহাদকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যায় বুয়েটের কয়েকজন ছাত্র। এরপর রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের নিচতলা ও দুইতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
এ ঘটনায় গত সোমবার আবরারের বাবা বাদি হয়ে ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় আজ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়