একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কয়টি সিমকার্ড নিবন্ধিত হয়েছে কোনো
চার্জ ছাড়াই তা ঘরে বসে জানা যাবে। সাম্প্রতিককালে দুর্বৃত্তরা অপরাধ
সংঘটনের জন্য আপনার অজান্তেই অপরিচিত সংযোগের নিবন্ধন করে নিয়েছে এনআইডিতে।
নিরাপত্তার জন্য ঝামেলা এড়াতে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধিত রয়েছে
তা সহজেই জেনে নিতে পারেন। যেভাবে জানবেন : যে কোনো মোবাইল থেকে কল অপশনে
গিয়ে *১৬০০১# লিখে ডায়াল করুন। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ
চারটি ডিজিট লেখার জন্য অপশন আসবে। তখন এনআইডির শেষ চারটি সংখ্যা চাপুন।
কিছুক্ষণের মধ্যে একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে আপনার নামে কয়টি সিম
নিবন্ধিত আছে সব চলে আসবে। এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে
সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে যোগাযোগ করে তা বন্ধ করে দিন।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়