নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন,বাংলাদেশ আওয়ামী লীগ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
ঐক্যবদ্ধ এই আওয়ামী লীগকে কোন অপশক্তি দাবীয়ে রাখতে পারবে না।
তৃণমূলের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি।
দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে ঢেলে সাজানাে হবে।
সম্মেলনের মাধ্যমে যে কমিটি বেরিয়ে আসবে সেই কমিটি আমাদের সকলেই মেনে নিতে হবে।
মঙ্গলবার বিকেল ২টায় কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে নাইঘাট পৌর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরােক্ত কথাগুলাে বলেন।
পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযােদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মােহাম্মদ আলী দুলাল। জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভােকেট শ্রী রনজিত সরকার, সাংস্কৃতিক বিষয়ক সাদেক এমাদ উদ্দিন মানিক, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী। উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মস্তাক
আহমদ পলাশ, সদস্য এডঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লুৎফুর রহমান, সদস্য সচিব অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ জেলা,উপজেলার বেশ কিছু নেতাকর্মী সম্মেলনে বক্তব্য রাখেন।
এদিকে রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিলরদের ভোটগ্রহণের মাধ্যমে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের প্রক্রিয়া চলছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত রয়েছেন।
এদিকে রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিলরদের ভোটগ্রহণের মাধ্যমে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের প্রক্রিয়া চলছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত রয়েছেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৯ অক্টোবর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়