Wednesday, October 16

পাবনা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে কানাইঘাটের নুসরাত

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটের কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান পাবনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

মেধাবী ছাত্রী নুসরাত জাহান কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল্লা’র বড় মেয়ে। 

নুসরাত কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ- ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। 

শিবনগর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী আনোয়ার হুসেন বলেন, আমাদের এলাকার মেয়ে মেধাবী ছাত্রী নুসরাত পাবনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় আমরা গর্ববোধ করছি। ছোট থেকেই স্কুলে নুসরাত অনেক মেধাবী শিক্ষার্থী ছিল। 

নুসরাত তার এ সাফল্যের জন্য মা,শিক্ষক-শিক্ষিকা ও আত্নীয় স্বজনের নিকট কৃতজ্ঞ।

কানাইঘাট নিউজ ডটকম/১৬ অক্টোবর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়