নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে ধর্মীয় ভাবম্ভীর ও উৎসব মুখর পরিবেশে প্রতিমা বিষর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার ৩০ টি মনন্ডপের প্রতিমা পৌর এলাকার কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সুরমা নদীর ঘাট সহ বিভিন্ন স্থানে বিসর্জন দেওয়া হয়।
প্রতিমা বিসর্জনের স্থান সুরমা নদীর রামিজা ঘাটে সার্বক্ষণিক উপস্থিত থেকে আইনশৃংখলা পরিস্থিতি তদারকী সহ হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, ওসি (তদন্ত) আনোয়ারজাহিদ, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দুর্গাকুমার দাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেকসভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, উপজেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বজন লাল দাস,পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, নারী নেত্রী রুবি রাণী চন্দ্র সহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/০৮ অক্টোবর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়