দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’। আগামী ১৪ অক্টোবর শুরু হওয়া এই এক্সপোকে সফলভাবে সম্পন্ন করার জন্য আইসিটি সংশ্লিষ্ট চারটি সংগঠনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
জাঁকজমকপূর্ণ এই আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য মঙ্গলবার হাইটেক
পার্কের সভাকক্ষে বাংলাদেশ কম্পিউটার সমিতি’র (বিসিএস) সঙ্গে বাংলাদেশ
অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ
অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), সিটিও ফোরাম এবং
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত
হয়। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ
আহমেদ পলক।
আগামী ১৪-১৬ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)
অনুষ্ঠিত হবে এ এক্সপো। ‘মেইড ইন বাংলাদেশ: কোনো কিছুই অসম্ভব নয়’ এই
প্রতিপাদ্য বিষয়/থিম নিয়ে তিন দিনব্যাপী এই এক্সপো আইসিটি শিল্পসম্পর্কিত
বিভিন্ন পণ্য এবং বিশ্ববাসীদের জন্য আইসিটি পরিষেবা একত্রে করে দেশের
সাফল্যের গল্পগুলো প্রদর্শন করবে আইসিটি ইন্ডাস্ট্রির সব ব্যবসায়ী।
স্থানীয় এবং বিদেশিদের মধ্যে বিপুলসংখ্যক বিনিয়োগকারী এক্সপোতে অংশ নেবে
বলে আশা করা হচ্ছে, যেখানে তারা স্থানীয় উদ্ভাবনগুলো দেখবে এবং সেটি থেকে
অভিজ্ঞতা অর্জন করতে পারে, বিশেষ করে হার্ডওয়্যার পণ্যগুলো খাতটিতে নতুন
করে বিনিয়োগ এবং রফতানির মাধ্যমে এই সেক্টরে উভয়ের পথ প্রশস্ত করবে।
ইভেন্টের মধ্যে ডিজিটাল বাংলাদেশের দশ বছরের সাফল্যগুলো বিভিন্ন সেমিনার
এবং ব্রেকআউট সেশনের মাধ্যমে তুলে ধরা হবে।
ওয়ালটন, স্যামসাং, সিম্ফনি, টেলিফোন শিল্প সংস্থা, টেকনো মোবাইল, ভিভো,
এলজি, নিটল এবং আমরার মতো দেশের প্রায় সমস্ত আইসিটি পণ্য ও পরিষেবা
উৎপাদনকারী সংস্থা এক্সপোতে অংশ নেবে।
অনুষ্ঠানে বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, বেসিস সভাপতি সৈয়দ আলমাস
কবীর, বাক্য সভাপতি ওয়াহিদ শরীফ, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার
এবং ই-ক্যাব সভাপতি শমী কায়সার নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা চুক্তি
স্বাক্ষর করেন।
এসময় তথ্য ও যোগাযোগ বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল হক, হাই-টেক
পার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসিসহ আইসিটি ডিভিশনের
উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়