Saturday, October 26

এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৯-২০২১। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা সওদাগর।

আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তিনিও দ্বিতীয় বারের মতো নির্বাচিত হলেন।
এর মাধ্যমে সভাপতি পদে মিশা সওদাগরের কাছে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন।
তিনি জানান, উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিএফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টা ২৬ মিনিটে। এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সমিতির মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ৩৮৬ জন ভোটার। যা মোট ভোটের ৮৬ শতাংশ।
সভাপতি পদে ২২৭ ভোট পেয়ে জয়ী হন মিশা সওদাগর। তার নিকটপ্রতিদ্বন্দ্বি মৌসুমি পেয়েছে ১২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৮৯ ভোট পেয়ে জায়েদ খান জয়ী। তার নিকটপ্রতিদ্বন্দ্বি ইলিয়াস কোবরা পেয়েছে ৬৮ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজয়ী হিসেবে নাম এসেছে সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে ফরহাদের।
এক নজরে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব
ভাপতি: মিশা সওদাগর।
সাধারণ সম্পাদক: জায়েদ খান।
সহসভাপতি নির্বাচিত হয়েছেন: ডিপজল ও রুবেল।
সহসাধারণ সম্পাদক: আরমান।
সাংগঠনিক সম্পাদক: সুব্রত।
আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: ইমন।
দপ্তর ও প্রচার সম্পাদক: জ্যাকি আলমগীর।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন।
কোষাধ্যক্ষ: ফরহাদ।
কার্যনির্বাহী পরিষদের সদস্য: অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব ও রোজিনা।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়