Tuesday, October 1

ডিএমপির ৮ থানার ওসি রদবদল

ঢাকা মহানগরে পুলিশের (ডিএমপি) আট থানার ওসিকে রদবদল করা হয়েছে। এছাড়া তিন থানার ওসিকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়। মঙ্গলবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া ওসিদের মধ্যে- ভাটারা থানার ওসি আবু বক্করকে পল্টন থানায়, কলাবাগান থানার ওসি ইয়াসিন আরাফাতকে মতিঝিল থানায়, খিলক্ষেত থানার ওসি মোস্তাজিরুর রহমানকে মিরপুর মডেল থানায় ও শ্যামপুর থানার ওসি মিজানুর রহমানকে কোতোয়ালি থানার ওসি পদে বদলি করা হয়েছে।
এছাড়া উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানার, বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটার থানার, সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল আলমকে শ্যামপুর থানার, বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার ওসি করা হয়েছে।
অপরদিকে, ক্যাসিনো কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে মতিঝিলসহ তিন থানার ওসিদের ডিবিতে বদলি করা হয়েছে। আদেশে মতিঝিল থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুককে গোয়েন্দা উত্তর বিভাগ, মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. দাদন ফকিরকে গোয়েন্দা দক্ষিণ ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়