Monday, October 28

সুইস ইনডোরে শিরোপা জিতলেন ফেদেরার

অ্যালেক্স ডি মিনাউরকে উড়িয়ে সুইস ইনডোরে নিজের দশম শিরোপা জিতেছেন রজার ফেদেরার।

বাসেলে রোববার অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া মিনাউরকে ৬-২, ৬-২ গেমে হারান সুইস কিংবদন্তি। সময় নেন মাত্র এক ঘণ্টা আট মিনিট। প্রতিযোগিতায় এটি তার টানা ২৪তম ম্যাচ জয়।

রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩৮ বছর বয়সী তারকা ঘরের মাঠে এ নিয়ে খেললেন টানা ত্রয়োদশ ও সব মিলে পঞ্চদশ ফাইনাল। জিতলেন মৌসুমের চতুর্থ ও ক্যারিয়ারের ১০৩তম এটিপি শিরোপা। আর ছয়টি শিরোপা জিতলে জিমি কনোর্সের ১০৯টি শিরোপার রেকর্ড স্পর্শ করবেন ফেদেরার।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়