নিজস্ব প্রতিবেদক :
আগামী ১০ নভেম্বর সিলেটের কানাইঘাট উপজেলা শাখা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে প্রানচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সম্মেলনের মাধ্যমে ঝিমিয়ে পড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার হবে বলে তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন।
উপজেলা সম্মেলনের আগে কানাইঘাট পৌর এবং ১নং লক্ষীপ্রসাদ পশ্চিম ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানিয়েছেন, ১৫ অক্টোবর লক্ষীপ্রসাদ পশ্চিম ও ১৭ অক্টোবর কানাইঘাট পৌর এবং ১৯ অক্টোবর রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ৩টি ইউনিটে আহ্বায়ক কমিটি থাকায় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
এদিকে ৩টি ইউনিটের সম্মেলন কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্বীপনা পরীলক্ষিত হচ্ছে।
কানাইঘাট নিউজ ডটকম/ ০৯ অক্টোবর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়