৪০ বছরের এক যুবক আত্মহত্যা করার পর একে একে থানায় হাজির সাত নারী। প্রত্যেকেরই দাবি, তিনি নাকি ওই ব্যক্তির স্ত্রী।
রোববার বিষ পানে আত্মহত্যা করেন পবন কুমার
নামে ভারতের হরিদ্বারের রবিদাস বস্তির বাসিন্দা পেশায় গাড়ি চালক এক
ব্যক্তি। তাকে জ্ঞানহীন অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান তার
স্ত্রী। কিন্তু চিকিত্সা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় তার।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে
প্রচণ্ড আর্থিক সমস্যায় ভুগছিলেন তিনি। সেই কারণেই পবন কুমার আত্মহত্যা
করেন বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।
কিন্তু আসল নাটক শুরু হয় এর পরে। একের পর এক
নারী থানায় এসে নিজেকে পবন কুমারের স্ত্রী বলে দাবি করেন। তাদের
প্রত্যেকেরই দাবি যে পবনের আরো স্ত্রী আছে বলে তারা জানতেন না। এই ভাবে মোট
সাত জন নারী নিজেকে পবন কুমারের স্ত্রী বলে দাবি করেন।
কে তার আসল স্ত্রী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়