নাটক নির্মাণে শৃঙ্খলা বজায় রাখতে নতুন নীতিমালা প্রণয়ন করেছে টিভি নাটকের সঙ্গে সংশ্লিষ্ট চার সংগঠন। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন নাট্যকার সংঘ সম্মিলিতভাবে চারটি নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে নোটিশ দিয়েছে। এই নীতিমালা না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে চার সংগঠন।
নতুন এ নীতিমালায় বলা হয়েছে- আগামী ১লা নভেম্বর থেকে চুক্তিপত্রে সাক্ষর করে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলমান নাটক, অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। (চুক্তিপত্র নিকেতনের আন্ত সংগঠনের কার্যালয় থেকে সরবাহ করা হবে)সংশ্লিষ্ট সংগঠনের সদস্য নন এমন কারো সঙ্গে আন্ত: সংগঠনের সদস্য; শিল্পী কলাকুশলী, প্রযোজক, পরিচালক, নাট্যকার উক্ত কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন।
একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, উল্লেখিত বিষয় সমূহের ব্যত্যয় ঘটলে শৃঙ্খলা বঙ্গের জন্য আন্ত: সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়