আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ রবিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময়
রাত ৮ টায় নিজ মহাদেশের দেশ ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা।
দলের সেরা ফুটবলার লিওনেল মেসিকে ছাড়াই গত ৯ অক্টোবর শক্তিশালী জার্মানির
বিপক্ষে ২-২ এ ড্র করেছিল আর্জেন্টিনা। তরুণ ফুটবলারদের নিয়ে এই হার না
মনোভাব আজ ইকুয়েডরের বিপক্ষে এগিয়ে রাখবে আর্জেন্টিনাকেই। কারণ আজকের
ম্যাচেও মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। গত কোপা আমেরিকায়
বিতর্কিত মন্তব্য করায় তিন মাসে নিষেধাজ্ঞায় আছেন তিনি। লাতিন আমেরিকার এই
দলের বিপক্ষে ২ বছর আগে সর্বশেষ মাঠে নামে মেসির দেশ। সেবার লিওনেল মেসির
দুর্দান্ত হ্যাট্রিকে শেষ মুহূর্তে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছিল
আকাশী-সাদা জার্সিধারীরা। ম্যাচটি সরাসরি দেখাবে সনি ইএসপিএন, সনি লিভ
এ্যাপের মাধ্যমেও উপভোগ করা যাবে খেলাটি।
এদিকে আন্তর্জাতিক প্রীতি
ম্যাচে আজ মাঠে নামছে নেইমারের ব্রাজিলও। সন্ধ্যা ৬ টায় আফ্রিকার দেশ
শক্তিশালী নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা। বেলজিয়ামের কাছে হেরে
২০১৮ সালের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকে টানা ১৭ ম্যাচ অপরাজিত ছিলো
ব্রাজিল। কোপা শিরোপা জয়ের পরের ম্যাচে মাঠে নেমেই পেরুর কাছে ০-১ গোলের
ব্যবধানে হারে তিতের দল। এরপরের ম্যাচে সেনেগালকেও হারাতে ব্যর্থ হয়
কুটিনহোরা। তাই আজকের ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে চাইবে
কোপার বর্তমান চ্যাম্পিয়নরা।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়