Tuesday, October 22

বাংলাদেশের ক্রিকেটাররা কত বেতন পান?

স্পোর্টস ডেস্ক 

পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে নেমেছেন। তারা দাবি মেনে না নেয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন। সোমবার বিকালে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের হয়ে এ ঘোষণা দেন সাকিব আল হাসান। 

এদিন তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ দেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটারারা উপস্থিত ছিলেন। এছাড়া ঘরোয়া বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররাও ছিলেন। সে সময়  ঘরোয়া বা জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ের খেলায় অংশ নেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তারা।
তবে ক্রিকেটারদের ওই দাবিতে হাজির ছিলেন না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পরে তার না থাকার কারণ ব্যাখ্যা দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।  সেখানে ১১ দফা দাবি শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছেন বলে মত দেন ম্যাশ।
ক্রিকেটারদের ওই দাবিগুলোর মধ্যে রয়েছে- খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানো, ঘরোয়া ক্রিকেটে টুর্নামেন্টের সংখ্যা বাড়ানো, চুক্তিভিত্তিক খেলোয়াড় সংখ্যা বাড়ানো, বিসিবির গ্রাউন্সম্যান থেকে শুরু করে অন্যান্য বেতনভুক্ত কর্মীর আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, খেলোয়াড়দের অনুশীলন সুবিধা বাড়ানো, ১২ মাস কোচ, ফিজিও, ট্রেনার রাখাসহ আরো কয়েকটি দাবি।
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা কেমন বেতন পান, সেটি জানতে ক্রিকেটপ্রেমীরা আগ্রহী হয়ে উঠেছেন।  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আওতায় ক্রিকেটারদের বেতন তুলে ধরা হলো-
বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১৭ ক্রিকেটার। তারা চার ক্যাটাগরিতে ('এ' প্লাস, 'এ', 'বি' ও রুকি) রয়েছেন। সেই অনুযায়ী খেলোয়াড়রা মাসিক বেতন পান।
‘এ' প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা মাসিক বেতন পান চার লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাসে বেতন পান তিন লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসপ্রতি বেতন পান দুই লাখ টাকা করে। আর ‘রুকি’ ক্যাটাগরির ক্রিকেটারদের সম্মানী এক লাখ টাকা।
কে কোন ক্যাটাগরিতে?
‘এ প্লাস’ক্যাটাগরিতে আছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা হলেন ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

‘বি’ ক্যাটাগরিতে আছেন মুমিনুল হক, লিটন দাস, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
ক্যাটাগরি রুকিতে আছেন আবু হায়দার রনি, আবু জায়েদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ ও নাঈম হাসান।
 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়