কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের কানাইঘাট থেকে ১৪ মন ভারতীয় চা পাতা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১৬ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মো. সাইফুল আলমের নেতৃত্ব গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার লামাপাড়া গ্রামে চেকপোস্ট পরিচালনা করে চা পাতাগুলো জব্দ করে।
এসময় চা পাতা বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়েছে। যাহার নং-সিলেট মেট্রো-ন-১১-০০৪৩।
এ ঘটনায় গোয়েন্দা শাখার এসআই বাদী হয়ে কানাইঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. আমিনুল ইসলাম।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে পণ্য আদান-প্রদান করায় প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হওয়ার পাশাপাশি দেশীয় পণ্য বাজার হারাচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সৌজন্য: সিলেট ভয়েস
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়