নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি সিলেট থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকায় জেলা আওয়ামী লীগেরউপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কানাইঘাট সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের একাংশের ভিন্ন মতপোষণ করে বিবৃতি দিয়েছেন কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির।
সম্প্রতি সিলেট থেকে প্রকাশিত একটি স্থানীয় দৈনিক পত্রিকায় জেলা আওয়ামী লীগেরউপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কানাইঘাট সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের একাংশের ভিন্ন মতপোষণ করে বিবৃতি দিয়েছেন কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির।
তিনি এক প্রতিবাদ লিপিতে বলেন, কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জুনেদ হাসান জিবান।
অথচ প্রকাশিত সংবাদে আমি আলমগীর কবির কে সাধারণ সম্পাদক হিসাবে উল্লেখ করা হয়েছে এব্যাপারে আমি কিছুই জানি না।
মস্তাক আহমদ পলাশের বিরুদ্ধে কোন ধরনের বিবৃতিতে আমি সাক্ষর করিনি এবং প্রকাশিত সংবাদে আমার নাম আসায় আমি হতবাক হয়েছি।
অপরদিকে উপজেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান বলেন, জেলা আওয়ামী লীগ নেতা দলের তৃণমূল নেতাকর্মীদের কান্ডারী মস্তাক আহমদ পলাশের বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপ-প্রচারে লিপ্ত রয়েছে। তারা শ্রমিকলীগের নাম ব্যবহার করে নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এ ধরনের মিথ্যা অপ-প্রচার থেকে বিরত থাকার জন্য তিনি ষড়যন্ত্রকারীদের প্রতি আহবান জানান।
কানাইঘাট নিউজ ডটকম/০৮ অক্টোবর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়