ঢাকা মহানগরে কমিউনিটি পুলিশিংয়ে
কৃতিত্বপূর্ণ অবদান রাখায় জনসাধারণ ও পুলিশ কর্মকর্তাদের যারা পুরস্কার
পেয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন
কামাল।
শনিবার এ উপলক্ষে এক অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ
কমিউনিটি পুলিশিং কর্মকর্তা (সিপিও) হয়েছেন-ডিএমপি’র শাহবাগ থানার
পরিদর্শক (অপারেশন্স) মাহবুবুর রহমান, বংশাল থানার ওসি শাহীন ফকির বিপিএম,
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন্স) আয়ান মাহমুদ, শাহজাহানপুর থানার
পরিদর্শক (অপারেশন্স) জাহাঙ্গীর আলম, মোহাম্মদপুর থানার এসআই অপূর্ব কুমার
বর্মণ, কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলম, বনানী থানার এসআই
আবু তাহের ভূইয়া ও উত্তরখান থানার এসআই রফিকুল আলম।
জনসাধারণের
মধ্যে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং সদস্য নির্বাচিত হয়েছেন- রমনা থানার
কমিউনিটিং পুলিশের সভাপতি মো. শওকত আলী খান, কোতয়ালী থানার কমিউনিটিং
পুলিশের সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম সান্টু, কদমতলী থানার কমিউনিটিং
পুলিশের সভাপতি মো. আব্দুস সালাম বাবু, শাহজাহানপুর থানার কমিউনিটিং
পুলিশের সভাপতি ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, তেজগাঁও
থানার কমিউনিটিং পুলিশের সভাপতি মো. শাহাদৎ ইসলাম চৌধুরী মিন্টু, কাফরুল
থানার কমিউনিটিং পুলিশের সভাপতি মো. মতিউর রহমান মাইকেল, গুলশানের কমিউনিটি
পুলিশিং এর সদস্য এ কে এম জসিম উদ্দিন এবং উওরা পশ্চিম থানার কমিউনিটি
পুলিশিং এর প্রতিষ্ঠাতা সদস্য মো. হাসানুজ্জামান আকন্দ (স্বপন)।
শ্রেষ্ঠ
বিট অফিসার হলেন- রমনা মডেল থানার এসআই মো. খায়রুজ্জামান সিকদার, লালবাগ
থানার এসআই মামুন হোসেন, কদমতলী থানার এসআই মো. ইমরুল হাসান, সবুজবাগ থানার
এসআই মো. সালাউদ্দিন, শেরে-ই-বাংলানগর থানার এসআই মোহাম্মদ তোফাজ্জল
হোসেন, মিরপুর মডেল থানার এসআই বজলার রহমান, খিলক্ষেত থানার এসআই রিপন
কুমার, ও উত্তরা পশ্চিম থানার এসআই মো. সাইফুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়