মধ্য আফ্রিকার কঙ্গোতে একটি সোনার খনি ধসে অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মানিয়েমা’র ক্যাম্পিন শহরে এই
দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম সমূহের বরাত দিয়ে বার্তাসংস্থা
আনাদোলু এজেন্সি জানিয়েছে।
সোনার খনিটির কোনো লাইসেন্স ছিলোনা এবং সেখানে অবৈধ ভাবে কাজ চলছিলো বলে জানিয়েছে করেছে প্রদেশটির কর্তৃপক্ষ।
উদ্ধারকারী দলের মুখপাত্র স্টিফেন কামুনডালা জানিয়েছেন, ধসে পড়া খনিটির
ভেতর এখনও বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারের চেষ্টা চালানো
হচ্ছে।
খনিজ সম্পদে ভরপুর কঙ্গোতে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান প্রায়শই
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সোনা, রুপা, তামা, কোব্যাল্ট সহ নানা মূল্যবান
ধাতুর খনি খনন করে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখায় দুর্ঘটনার
সম্মুখীন হয়।
গত জুনে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কলওয়েজি’তে একটি তামার খনি ধসে ৩৬ জন শ্রমিক নিহত হয়েছিলো।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়