Wednesday, October 23

কানাইঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মহিলার মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দূঘর্টনা বেড়েই চলছে। 

সম্প্রতি সময়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাউদগ্রামের মৃত আব্দুল কুদ্দুছের মেয়ে ছায়না বেগম নামে এক বৃদ্ধা বিদ্যুৎ পৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় লোভাছড়া কোয়ারির পাথরবাহী ট্রাকের ধাক্কায় ছায়না বেগমের বাড়ির পাশে পল্লীবিদ্যুতের একটি খুটির লাইন ছিড়ে মাটিতে পড়ে যায়। ছায়না বেগমের অবুঝ ভাতিজি তাসকিয়া বিদ্যুতের ছেড়া তারটি ধরতে যায়।

এ সময় ছায়না বেগম শিশুটিকে বাচাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান এবং শিশু তাসকিয়া গুরুতর আহত হয়। 

পরে স্বজনরা তাকে উদ্ধার করে কানাইঘাট হাসপাতালে নিয়ে আসেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু তাসকিয়া কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং নিহত ছায়নার লাশ থানায় রাখা হয়েছে।

জানা গেছে কানাইঘাটে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের নানা গাফলতির কারণে বিদ্যুৎ সংক্রান্ত দূর্ঘটনা বাড়ছে।


কানাইঘাট নিউজ ডটকম/২৩ অক্টোবর ২০১৯ 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়