Thursday, October 17

কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় আহত ২, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার(১৬ অক্টোবর) রাত ১০টার দিকে কানাইঘাট সদর ইউনিয়নের ভাটিদিহি যাত্রী ছাউনীতে অবস্থিত এক মুদি দোকানী সহ ২জন কে হামলা চালিয়ে গুরতর আহতের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় কানাইঘাট থানায় হামলাকারী স্থানীয় উমাগড় গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র আব্দুস শুকুর (৩৭) ও তার ভাই আফতাব উদ্দিন (৪২) ও ইসলাম উদ্দিন (৪৮) কে আসামী করে একই গ্রামের মৃত মফুর আলীর পুত্র হাজী কুদরত উল্লাহ বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন। 

অভিযোগে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে উল্লেখিত আসামীগন বাদীর ভাতিজা মুদি দোকানী ইয়াহিয়া ও জাকারিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে রাস্তার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে ব্যবসা পরিচালনার ৫৫ হাজার টাকাও নিয়ে যায়। হামলায় আহত ইয়াহিয়া ও জাকারিয়া কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে গুরুতর জখম ইয়াহিয়া কে হাসপাতালে ভর্তি করা হয়। 

কানাইঘাট নিউজ ডটকম/১৭ অক্টোবর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়