Tuesday, October 1

জাবিতে ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতিত) ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে  (www.ju-admission.org) এই ফলাফল প্রকাশ করা হয়।
কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সর্বমোট আটটি শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। তার মধ্যে রোববার ছয়টি এবং গতকাল দুইটি শিফটে 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, এ বছর কলা ও মানবিকী অনুষদে ৩৭৬ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬০ হাজার ৬১৫ জন ভর্তিচ্ছু। ফলে প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ১৬১জন শিক্ষার্থী।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়