Tuesday, October 1

সাংবাদিক মিসবাহ’র পিতার মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক:  
দৈনিক একাত্তরের কথা’র চীফ রিপোর্টার সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদের পিতা সিলেট শহরের কাজিটুলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি ও বর্তমান উপদেষ্টা সমাজসেবী নুর উদ্দিন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক মিসবাহ উদ্দীন আহমদের পিতা প্রবীণ সমাজসেবী নুর উদ্দিন আহমদের আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক দাতারা হলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সহ সম্পাদক আব্দুন নুর, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য কাওছার আহমদ, শাহীন আহমদ, আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, জসীম উদ্দিন, মুমিন রশিদ প্রমুখ।

কানাইঘাট নিউজ ডটকম/১ অক্টোবর ২০১৯


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়