অটোকে বিমানের আকৃতি দিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মাদারীপুরের ওমর ফারুক শিকদার। প্রতিদিন অটোটি দেখতে ওমর ফারুকের বাড়ির সামনে ভীড় করে শত শত মানুষ। এই অটোটির আয়ে দিয়ে বেশ স্বচ্ছলভাবেই জীবন-যাপন করছেন ফারুক। প্রতিদিন তার অটো থেকে অ্যায় হয় দেড় থেকে দুই হাজার টাকা। তার এই বিমান আকৃতির অটোটির নকশা তিনি নিজেই দিয়েছেন। ওমর ফারুক শিকদার বলেন, ‘আমি যখন মালয়েশিয়াতে ছিলাম। তখন একটা গ্যারেজে কাজ করতাম। আমার এক স্যার ছিলেন যার একটি হেলিকপ্টার ছিল। সে আমাকে ঘুরতে নিয়ে যেতেন। তার হেলিকপ্টারের ডিজাইন আমার অটোর সামনের ডিজাইন একই।’ ওমর ফারুকের এই অটোটি বানাতে তার খরচ হয়েছে ৩ লাখ টাকা।
ওমর ফারুক আরও বলেন, ‘দেশের দরিদ্র মানুষ বিমানে চড়তে পারেন না। তাদের এই গাড়িতে উঠিয়ে আমি খুবই শান্তি পাই।’ তার এই অটোতে মোবাইল রাখার জায়গা আছে; আছে ল্যাপটপ। পানি রাখার জায়গা, এমনকি এসিও আছে। এটি চালিয়ে প্রতিদিন দেড় থেকে ২ হাজার টাকা আয় হয় ওমর ফারুকের। বিয়ে বাড়ির যাত্রীই বেশি হয়। সুযোগ পেলে ওমর ফারুক তার এই বিমানে করে প্রধানমন্ত্রীকে ঘোরাতে চান। তার কথায়, প্রধানমন্ত্রী যদি আমার সেই চাওয়া পূরণ করতেন তাহলে নিজেকে ধন্য মনে করতাম।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়