দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজ ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র এখনো চলছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
শনিবার সকালে রাজধানীর শেরে বাংলার মাজার চত্বরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে শেরে বাংলা জাতীয় সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলন।
মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা আবার
সাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের চিন্তা করছে। কিন্তু অসাম্প্রদায়িক
বাংলাদেশের যে সুন্দর, নির্মল চরিত্র এটাকে আমাদের ধারণ করতে হবে। আজকের
দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নকে ধারণ করে শপথ নিতে হবে।
শেরে বাংলাকে অনুসরণ করতে হলে আত্মোৎসর্গের
রাজনীতিতে ফিরে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, পচন ধরা অবক্ষয়ের রাজনীতি
থেকে বেরিয়ে আসতে হবে। সৃজনশীল এবং গুণগতমানের রাজনীতিকে পুনরুদ্ধার করতে
হবে। তিনি আরো বলেন, রাজনীতি হতে হবে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সারা দেশের মানুষের কল্যাণের রাজনীতি। রাজনীতি এমন হবে না যে আমি নেতা, আমি জমিদার আর সবাই প্রজা। সে রাজনীতির দিন শেষ হয়ে গেছে।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়