Monday, October 7

কানাইঘাট মহিলা কলেজের গভর্নিং বডির সভা


নিজস্ব প্রতিবেদক: 
কানাইঘাট   মহিলা   কলেজের   নবগঠিত   গভর্নিং  বডির  প্রথম   সভা  সোমবার সকাল সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

কলেজ গভর্নিং বডির সভাপতি জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
গভর্নিং বডির   শিক্ষানুরাগী   সদস্য   উপজেলা   আওয়ামী লীগের   আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান অভিবাবক সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, নূর উদ্দিন, জাহাঙ্গীর আলম, সাহেদুল আম্বিয়া, আফিয়া বেগম, শিক্ষক সদস্য বাবুল আক্তার, সুহেল আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল হোসেন,  দাতা  সদস্য  আব্দুল   খালিক  মানিক।
সভায়  একমাত্র  মহিলাদের  উচ্চ বিদ্যাপীঠ,   পৌর   এলাকার   প্রাণকেন্দ্রে   অবস্থিত   কানাইঘাট   মহিলা   কলেজের নামকরণ শেখ রেহানা মহিলা কলেজ করার প্রস্তাব গভর্নিং বডির সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

পাশাপাশি কানাইঘাটের নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠান কে এমপিও ভূক্ত করার জন্য সভায় সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

কলেজের সার্বিক শিক্ষাকার্যক্রম এগিয়ে নেওয়া সহ সামীনা প্রাচীর   নির্মাণ   এবং   শ্রেণি   কক্ষের   সস্কার   সহ   অন্যান্য   উন্নয়ন   মূল ককর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এছাড়ামহিলা   কলেজের   অধ্যক্ষ   সিরাজুল   ইসলাম   কানাইঘাট   পাবলিক   হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলেজ গভর্নিং বডির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়। 

কলেজ গভর্নিং বডির সভাপতি মস্তাক আহমদ পলাশ কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম কে এগিয়ে নিতে সমাজ   হৈতষী   ব্যক্তিবর্গ,   প্রবাসী   ও   রাজনৈতিক   মহলের   প্রতি   আহ্বান জানান। 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল   ইসলাম   হারুন,   আওয়ামী লীগ   নেতা   সাহাব   উদ্দিন,   কাউন্সিলর   তাজউদ্দিন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন, কানাইঘাট সরকারি কলেজ গর্ভনিং বর্ডির সাবেক অভিবাবক সদস্য,সাংবাদিক আব্দুন নূর, বিশিষ্ট   পাথর ব্যবসায়ী তমিজ উদ্দিন মেম্বার ছাত্রনেতা মামুন রশিদ রাজু প্রমুখ।

কানাইঘাট নিউজ ডটকম/৭ অক্টোবর ২০১৯


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়