Thursday, October 17

চট্টগ্রামে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

চট্টগ্রামের আনোয়ারায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার চাতরী চৌমুহনী এলাকার শশী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সাহাব উদ্দিন, বুলবুলি আক্তার, তার স্বামী নিজাম উদ্দিন।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, অ্যাম্বুলেন্সটি বাঁশখালী যাচ্ছিলো। ওই সময় সিলিন্ডার বিস্ফোরণে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 সুত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়