টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত যমজ বোনের স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে। অর্থ সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার।
এর আগে ‘টাকার অভাবে যমজ বোনের ঢাবিতে ভর্তি অনিশ্চিত’ শিরোনামে জনপ্রিয় অনলাইন পোর্টাল ডেইলি বাংলাদেশে সংবাদ প্রকাশিত হয়।
এ সংবাদ ছড়িয়ে পড়লে ডাকসুর সাংস্কৃতিক
সম্পাদক আসিফ তালুকদার, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরকার নাসিরুদ্দিন,
বাগেরহাটের ডিসি, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনসহ আরো অনেকেই এগিয়ে আসেন।
বিষয়টি নিশ্চিত করে ‘ডেইলি বাংলাদেশ’কে
ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন, আপাতত আমরা ভর্তির টাকাটা
সবার সঙ্গে কথা বলে ম্যানেজ করে দিচ্ছি। এরপর ওরা দুই বোন ভর্তি হলে তো খরচ
নিয়ে সমস্যা তৈরি হবে। তখন আমরা ডাকসুর পক্ষ থেকে তাদেরকে সব ধরনের
সহযোগিতা করবো।
তারা বৃত্তির জন্য আবেদন করেছিলেন। অবশ্য
সেই বৃত্তির ব্যবস্থা হয়নি এখনো। তবে তাদের ভর্তির জন্য সহায়তা করতে
যোগাযোগ করছেন অনেকেই। এখন ভর্তির অপেক্ষা। তবে তাদের দুশ্চিন্তা এখন পরের
খরচ নিয়েও।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়