Saturday, October 5

লালমাটিয়ায় পুড়ে মরল ৫শ’ কবুতর

রাজধানীর লালমাটিয়ার একটি বহুতল ভবনে আগুনের ঘটনায় পুড়ে ৫শ’টি কবুতর মারা গেছে।

শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিটে লালমাটিয়ার ডি ব্লকের ৬/৪ নম্বর বাড়ির ছাদে এ আগুনের সূত্রপাত হয়। আধাঘণ্টা পর ফায়ার সার্ভিসের নির্বাপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা লিমা খানম।
তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, ওই ভবনের ৬তলার ছাদে থাকা কবুতরের ঘরে আগুন লাগে। এতে ৫০০ কবুতর পুড়ে মারা গেছে। 
তিনি আরো বলেন, খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে ২টি ইউনিট গিয়ে ৩টা ৫৫ মিনিটে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়