Monday, October 28

‘শীর্ষ কমান্ডারদের হত্যায় দায়ী ইসরাইল ও আমেরিকা’

ইরাকের আসাইব আহলুল হক নামে একটি সংগঠনের দুইজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকাকে দায়ী করা হচ্ছে।

সংগঠনটি ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্দ আশ-শাবি’র অংশ।
সংগঠনের নেতারা সতর্ক করে বলেছেন, দেশের অভ্যন্তরে বাইরের শক্তির তৎপরতা রয়েছে। তারা বলছেন, এ দুই কমান্ডারের রক্তে ইসরাইল ও আমেরিকার হাত রঞ্জিত। এ হত্যার প্রতিশোধ নেয়া হবে।

সম্প্রতি ইরাকে যে বিক্ষোভ শুরু হয়েছে তার ভেতরে কথিত বিক্ষোভকারীরা মিসান প্রদেশে শুক্রবার বিকেলে আসাইব আহলুল হকের কার্যালয়ে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে খাজালি নামে আসাইব আহলুল হকের এক নেতা বলেন, ইরাকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে এ দুই হত্যাকাণ্ড তারই প্রমাণ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়