Tuesday, October 29

সাকিবকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

দিন কয়েক ফিসফাসের পর অবশেষে সত্য হলো গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে আইসিসি থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান।  

এর আগেই জানা গিয়েছিল আইসিসির নিয়মের গ্যাঁড়াকলে পড়ে দেড় বছরের মতো নিষিদ্ধ হতে পারেন সাকিব আল হাসান। দেশের একাধিক জাতীয় দৈনিক গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করে। 

এরই মধ্যে বাতিল করা হয়েছে সাকিবের ভারত সফর। এই বিষয়ে এবার কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। 
প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে গণভবনে আজারবাইজানে ন্যাম শীর্ষ সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এখানে স্বাভাবিকভাবে উঠে আসে সাকিব প্রসঙ্গ।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘সাকিব নিজের ভুল স্বীকার করেছে। বিসিবি সব সময় সাকিবের সঙ্গে আছে। কিন্তু আইসিসির সিদ্ধান্তের বাইরে বেশি কিছু বলার নেই।’
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়