সিলেটে দেশীয় অস্ত্রসহ ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর কুয়ারপাড় এলাকার একটি ক্লাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা ও পাঁচটি স্ট্যাম্প উদ্ধার করা হয়।
আটক কিশোররা হলেন, দক্ষিণ সুনামগঞ্জের নায়েব আলীর ছেলে সোহাগ, নগরের হাউজিং এস্টেট এলাকার মানিক মিয়ার ছেলে পলাশ, উত্তর বাগবাড়ির বাসিন্দা কিশোরগঞ্জের নুরুল হকের ছেলে হাবিবুল হক আশিক, সিলেটের টিলাগাঁওয়ের লোকমান মিয়ার ছেলে ফরহাদ, নগরের মদিনা মার্কেট এলাকার বাসিন্দা ও সিলেটের জালালাবাদ কালিরগাঁওয়ের সমেজ আলীর ছেলে শাহ আলম, টিলাগাঁওয়ের ফয়জুল ইসলামের ছেলে সোহাগ।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়