Saturday, October 26

গাজায় ইসরায়েলী বাহিনীর হামলায় ৭৭ ফিলিস্তিনি আহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলী বাহিনীর হামলায় ৭৭ জন বেসামরিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

শুক্রবার ইসরায়েল সীমান্তের কাছে ফিলিস্তিনিরা সাপ্তাহিক বিক্ষোভ পালনের সময় সন্ধায় এই হামলা চালানো হয় বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 
এক বিবৃতিতে তারা জানায়, ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলী বাহিনীর এলোপাথারি গুলিতে অন্তত ৩১ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
গত বছরের মার্চ থেকে শুরু হওয়া এই গাজা র‌্যালিতে এখন পর্যন্ত ৩২০ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধীক লোক। 
দীর্ঘ এক যুগ ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েল। অবরুদ্ধ হয়ে থাকার কারণে সেখানকার বাসিন্দারা ভয়াবহ মানবিক সংকটে ভুগছে। 
সূত্র: আনাদলু এজেন্সি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়