Saturday, October 19

বরিশালে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

বরিশালে ট্রাকের ধাক্কায় অটোযাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে নগরীর সাগরদী আলিয়া মাদরাসা সংলগ্ন পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামের মালেক হাওলাদারের স্ত্রী দেলোয়ারা বেগম ও ছেলে শিপন।
আহতরা হলেন- মালেক হাওলাদারের অপর ছেলে স্বপন ও তার স্ত্রী মোর্শেদা, ভাতিজা রবিউল ও স্বজন আনিস। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, রূপাতলী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি লঞ্চঘাটে যাচ্ছিল। পথে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দেলোয়ারা নিহত হন। এ ঘটনায় শিপনসহ আরো চার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিলে চিকিৎসক শিপনকেও মৃত ঘোষণা করেন।
আসাদুজ্জামান আরো জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়