এলাকার উন্নয়নের স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ে আসেন তিনি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের
সঙ্গে সাক্ষাৎ করেন মাশরাফী।
জানা গেছে, এলাকার উন্নয়নের বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ
কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, তার এলাকায় (মাশরাফী) তৃতীয় শ্রেণির একটি
ফায়ার স্টেশন আছে। ফায়ার সার্ভিসের গাড়িসহ এটিকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত
করা এবং এলাকার পুলিশ ফাঁড়ির সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা
বলেছেন এমপি মাশরাফী।
সূত্র:
ডেইলি বাংলাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়