সম্প্রতি গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়
তুলেছেন সাতক্ষীরা এক লতাকণ্ঠি সুতপা মণ্ডল। তার কণ্ঠে মুগ্ধ হয়েছেন এদেশের
একাধিক সঙ্গীতজ্ঞ। জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ বলেছেন, ন্যান্সির
পরে বাংলাদেশের সঙ্গীতাঙ্গন আরেকটি কণ্ঠ পেয়েছে। এই কণ্ঠকে যত্ন করতে হবে।
এরই মধ্যে সুতপা মণ্ডল গেয়েছেন তার মৌলিক
গান। কুমার বিশ্বজিতের সুরে গানটি লিখেছেন, কবির বকুল। গানের নাম
‘মুখোমুখি’। এই গানের সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস।
কুমার বিশ্বজিৎ বলেন, মেয়েটার বয়স অল্প
কিন্তু গলায় দারুণ ম্যাচিউরিটি। আমি বলবো না খুব কঠিন কিছু সে করে ফেলেছে।
তবে তার গলার কাজ কিন্তু অতটা সহজও না, সে অনেকদূর যাবে পরিচর্যা করলে।
সুতপা বলে, গানটি করার সুযোগ পাওয়ায় ভালো
লাগছে। যখন গানটি করছিলাম, প্রথমে ভয় ভয় লাগছিল। তবে দুই বারেই গানটি করতে
পেরেছি। কবির বকুল স্যার আমার বাবার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর কুমার
বিশ্বজিৎ স্যার সুযোগ করে দিয়েছেন গান করার।
ভিডিও দেখুন এখানে
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়