নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে কানাইঘাটে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য উপকারভোগীদের মাঝে বিভিন্ন সবজি’র বীজ সহ নগদ ১৪ লক্ষ ৫৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দুর্গম এলাকার মানুষের মাঝে তা বিতরণ করা হয়।
এ উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য সেলিম চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন রেড-ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, কার্যকরী পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন, দিঘীরপাড় ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ইউপি সদস্য তমিজ উদ্দিন, মজুর আহমদ, আব্বাস উদ্দিন, রেড-ক্রিসেন্টের ইউনিট অফিসার কাওসার আহমদ, আইএফআরসি’র প্রতিনিধি মিঃ হিমেল প্রমূখ।
কানাইঘাট নিউজ ডটকম/২৮ অক্টোবর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়