Thursday, October 17

অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ডনগিরি’

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মাতা শাহ আলম মন্ডল নির্মাণ করেছেন ‘ডনগিরি’ নামের সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন ও নবাগাত নায়িকা এমিয়া এমি। দুই বছর আগে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়। কিন্তু নানা জটিলতায় মুক্তি পায়নি এটি। অবশেষে শুক্রবার দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

ছবিটির নির্মাতা শাহ আলম মণ্ডল বলেন, দর্শক নায়ক বাপ্পিকে অনেক ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। তবে এই সিনেমার গল্পের প্রয়োজনে একেবারেই নতুন রূপে হাজির হবেন বাপ্পি। আমাদের দেশে শিল্পী সংকট রয়েছে। অনেক শিল্পী কাজ করছেন কিন্তু নিজেকে ভেঙে চরিত্র ফুটিয়ে তুলতে পারছেন না। আমি চেষ্টা করেছি বাপ্পিকে দিয়ে নতুন কিছু করাতে। আশা করি, সবার কাছে ভালো লাগবে।
এস. এস. কথাচিত্র ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন- হাসান ইমাম, লায়লা হাসান, সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, জিয়া তালুকদার, রতন, এস আই ফারুক, কমল পাটেকর, রেজাউল প্রমুখ। এছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করেছেন খোরশেদ আলম খসরু ও নবাগত ঐশিক শামীম। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন প্রয়াত যোসেফ শতাব্দী।
সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ হাসান ইমাম। এছাড়াও ছবির অনান্য গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনকচাঁপা, ইমরান, পড়শি, লেমিস, রুপম। গাজী মাজহারুল আনোয়ারসহ বেশ কয়েকজন গানের কথা লিখেছেন। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়