কিছুদিন বিরতি দিয়ে ফের কাশ্মীর সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ভারত এবং পাকিস্তানের সেনারা।
বুধবার দু’দেশের সেনাদের পাল্টাপাল্টি হামলায় দেশ দু’টির চার বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে।উভয় দেশের সেনাবাহিনীর পক্ষ থেকেই এই হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে।
গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের
বিশেষ মর্যাদা বাতিল করে ভারত। তবে ভারতের এ সিদ্ধান্ত মেনে নেয়নি
পাকিস্তান। এটিকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।
সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বার বার সংঘর্ষে জড়াচ্ছে ভারত এবং
পাকিস্তানের সেনারা। তবে বরাবরই সংঘর্ষের ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে
দোষারোপ করে চলেছে। দু'পক্ষের গোলাগুলিতে সেনা সদস্যরা ছাড়াও প্রাণ
হারাচ্ছে নিরীহ বেসামরিকরা।বুধবার দু'পক্ষের গোলাগুলিতে পাকিস্তানের দুই শিশুসহ তিন বেসামরিকের মৃত্যু হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় তিন বেসামরিকের মৃত্যুতে ভারতীয় কূটনীতিককে তলব করা হয়েছে।
এদিকে ভারতের সেনা মুখপাত্র লে. কর্নেল দেবেন্দার আনন্দ দাবি করেছেন যে, ভারতের বেশ কিছু সেনা পোস্টে গুলি চালিয়েছে পাকিস্তান।
তিনি বলেন, ভারতের বেশ কিছু গ্রাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপরেই ভারতীয় সেনারাও পাল্টা জবাব দিতে গুলি চালিয়েছে। পাক সেনাবাহিনীর গুলিতে ভারতের এক তরুণী এবং বেশ কিছু গবাদী পশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়