Wednesday, September 11

কানাইঘাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:  
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কানাইঘাটে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন, কাউন্সিলর বিলাল আহমদ, তাজ উদ্দিন প্রমুখ।
এছাড়াও খেলা কমিটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসের ক্রেটিড সুপারভাইজার আব্দুল আউয়াল, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কাম-কম্পিউটার অপারেটর অসীম দেব পাপ্পু সহ দায়িত্বশীল অনেক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে ঝিঙ্গাবাড়ী ইউপিকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে দিঘীরপাড় ইউপি ফুটবল দল। বিকেল আড়াইটায় একই ভ্যানুতে কানাইঘাট সদর ইউপিকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ বাণীগ্রাম ইউপি ফুটবল দল।
বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজাগঞ্জ ইউপির মোকাবেলা হবে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি এবং বিকেল আড়াইটায় সাতবাঁক ইউপির মোকাবেলা হবে কানাইঘাট পৌরসভা, ৪টায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির মোকাবেলা করবে বড়চতুল ইউপি ফুটবল দল। উক্ত ম্যাচগুলো উপভোগ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খাঁন সকল দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন।
কানাইঘাট নিউজ ডটকম/১১ সেপ্টেম্বর ২০১৯ 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়